শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬
মোবাইল নেটওয়ার্কে সেকেন্ড ১.৯ গিগাবাইট গতি!
Home Page » এক্সক্লুসিভ » মোবাইল নেটওয়ার্কে সেকেন্ড ১.৯ গিগাবাইট গতি!
বঙ্গ-নিউজ ডটকমঃ
মোবাইল ফোন নেটওয়ার্কে সর্বোচ্চ ১.৯ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত গতি পাওয়া যাবে। যাতে ব্লু-রে মানের গোটা একটি সিনেমা ৪৪ সেকেন্ডেই ডাউনলোড করা যাবে। ফিনিশ মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান এলিসার এমনটি দাবি করছে।
তাদের দাবি, ফোরজি নেটওয়ার্ক পরীক্ষায় সেকেন্ডে সর্বোচ্চ ১.৯ গিগাবাইট পর্যন্ত গতি উঠেছে, যা বিশ্বরেকর্ড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ভেলি-ম্যাটি ম্যাটিলা বলেছেন, এখন পর্যন্ত এত বেশি গতির ঘোষণা কোনো প্রতিষ্ঠান দিয়েছে বলে জানা নেই। আগামী দু-তিন বছরের মধ্যে ফিনল্যান্ডে ১ জিবিপিএস গতির নেটওয়ার্ক ছাড়তে চায় প্রতিষ্ঠানটি।
বর্তমানে গ্রাহক পর্যায়ে এলিসার নেটওয়ার্কের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট।
বাংলাদেশ সময়: ১০:৩৫:০২ ৪৭৫ বার পঠিত