শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬
চামড়ার দাম নির্ধারণে রোববার যৌথ সভা
Home Page » অর্থ ও বানিজ্য » চামড়ার দাম নির্ধারণে রোববার যৌথ সভা
বঙ্গ-নিউজ ডটকমঃ
কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণে রোববার সরকারপক্ষ ও ব্যবসায়ীদের যৌথ সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, কাঁচা চামড়া সংগ্রহে প্রতিবছরই ঈদুল আজহার আগে পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়। করণীয় নির্ধারণে ১০ আগস্ট একটি প্রস্তুতি সভা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) চামড়া-সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সূত্রে জানা গেছে, চামড়ার দাম নির্ধারণী বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, রফতানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, বিটিএ, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশ লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও পোস্তার কাঁচা চামড়া মজুদকারকদের প্রতিনিধিরা উপস্থিত থাকবে।
বিটিএর সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহ বলেন, ‘আমরা বিভিন্ন দিক বিবেচনা করে চামড়ার দাম বেঁধে দিই। চামড়ার গ্রেডিংয়ের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা গ্রেডিং না বুঝেই শুধু সাইজ দেখে চামড়া কেনেন। এতে তাদের কেনা দামে চামড়া বিক্রি করে লোকসানে পড়তে হয়। এ ক্ষেত্রে ট্যানারির মালিকরা গ্রেডিং মেনেই চামড়া কেনেন। দাম কমানোর ক্ষেত্রে তাদের হাত নেই। তারা নিয়ম মেনেই চামড়া কেনেন।’
শাখাওয়াত আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম প্রতিনিয়ত কমছে। গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে দাম ৩৫-৪০ শতাংশ কমেছে। দেশের বাজারে এ হার আরো বেশি। স্বাভাবিকভাবেই এবার চামড়ার দাম গত বছরের চেয়ে কম হবে।’
গত বছর ঈদুল আজহায় রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০-৫৫ টাকা এবং রাজধানীর বাইরে ৪০-৪৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দর ধরা হয় ৩৫-৪০ টাকা। আর প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া ২০-২২ টাকা ও বকরির চামড়া ১৫-১৭ টাকায় নির্ধারণ করা হয়।
এর আগের বছর ২০১৪ সালে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয় ৭০-৭৫ টাকা এবং ঢাকার বাইরে নির্ধারণ হয় ৬০-৬৫ টাকা। গত বছর প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ছিল ৩৫-৪০ টাকা, খাসির চামড়া ৩০-৩৫ টাকা ও বকরির চামড়ার দাম ছিল ২৫-৩০ টাকা।
বাংলাদেশ সময়: ১০:৩৩:৩১ ৩৬০ বার পঠিত