শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

Home Page » মুক্তমত » ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬



kaligonj-jhenadah.jpgবঙ্গ-নিউজঃ ঝিনাইদহের কালীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে এক ব‌্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর কড়াইতলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি। ওই ঘটনায় দুই পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ‌্য।

তিনি বলেন, একদল ডাকাত কড়াইতলায় গাড়ি আটকে লুটপাটের জন্য রাস্তার ওপর ব্যারিকেড তৈরি করে।

“রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে পৌঁছালে ডাকাতেরা তিনটি হাতবোমা ও গুলি ছোড়ে। পুলিশ এ সময় পাল্টা গুলি করলে গোলাগোলির মধ্যে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।”

পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পাঁচটি হাতবোমা, একটি শাটারগান, এক রাউন্ড গুলি, চারটি দা ও দুটি গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে বলে আজবাহার আলী জানান।

তিনি বলেন, আহত পুলিশ কনস্টেবল রতন কুমার ও আলামিনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩০:৫৬   ৩৬১ বার পঠিত