বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
স্কুলছাত্রী ধর্ষণ, তিনজনের সাজা
Home Page » আজকের সকল পত্রিকা » স্কুলছাত্রী ধর্ষণ, তিনজনের সাজা
বঙ্গ-নিউজ ডটকমঃ
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এবং দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বৈতরা গ্রামে ফরজ আলীর ছেলে মো. রফিক, উচুটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হুমায়ুন ও বৈতরা গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালে ১৮ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীকে তার বাবার অসুস্থতার কথা বলে আসামিরা কৌশলে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ ৫ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। পরে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে ঘটনা সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিককে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী /০৩) এর ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /০৩) এর ৯ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় ও জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /০৩) এর ৭ ধারায় দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হুমায়ুন ও জুয়েলকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয় এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনলের স্পেশাল পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) একেএম নুরুল হুদা রুবেল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন নজরুল ইসলাম বাদশা।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৫ ৪১৮ বার পঠিত