বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬

দুই মন্ত্রীর আদালত অবমাননার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Home Page » আজকের সকল পত্রিকা » দুই মন্ত্রীর আদালত অবমাননার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬



 ray.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
আদালত অবমাননায় দুই মন্ত্রীকে জরিমানা করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়।
আদালত অবমাননার দায়ে গত ২৭ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করেন দেশের সর্বোচ্চ আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের নির্দেশও দেয়া হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ ওই আদেশ দেন।
৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনরায় শুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৮   ৩৭৯ বার পঠিত