বুধবার, ৩১ আগস্ট ২০১৬
আজ দেশে ফিরবে শহীদ কাদরীর মরদেহ
Home Page » আজকের সকল পত্রিকা » আজ দেশে ফিরবে শহীদ কাদরীর মরদেহ
বঙ্গ-নিউজ ডটকমঃ
কবি শহীদ কাদরীর ইচ্ছাতেই তার মরদেহ দেশে আনা হচ্ছে। এরই মধ্যে দেশের পথে রয়েছে তার মরদেহবাহী বিমান। সোমবার স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে কবির মরদেহ নিয়ে রওনা হয় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দুবাই হয়ে আজ বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে কবির মরদেহ।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।
কবির ছেলে আদনান কাদরী, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রানু ফেরদৌস, যুক্তরাষ্ট্র উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস ও চলচ্চিত্রকার কবীর আনোয়ারও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজ২৪ডটকমের।
বিমানে তোলার আগে কবিপত্মী নীরা কাদরী কফিনে শায়িত শহীদ কাদরীকে শেষবারের মতো ছুঁয়ে দেখেন, অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘গুড বাই, গুড বাই শহীদ’।
অন্য একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন কবির স্ত্রী নীরা ও ছেলে আদনান কাদরী। লাশবাহী কফিনের আগেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা।
এক দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শহীদ কাদরী। গত পাঁচ বছর ধরে হুইল চেয়ারে ছিল তার চলাফেরা। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী এ কবি।
দেশে পৌঁছার পরপরই কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জোটের উদ্যোগে সেখানে সামাজিক-রাজনীতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। কবিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
পঞ্চাশোত্তর বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে ক’জন কবি উল্লেখযোগ্য তাদের মধ্য অন্যতম শহীদ কাদরী। আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব-নাগরিক বোধের সম্মিলন ঘটে তার কবিতায়।
‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোন ক্রন্দন নেই’ ও ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ এই চারটি কাব্যগ্রন্থ দিয়েই বাংলার জনপ্রিয় কবিদের একজন শহীদ কাদরী। ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ সালে তাকে একুশে পদক দেয়া হয় তাকে।
১৯৪২ সালের ১৪ আগস্ট কলকাতায় জš§ নেয়া শহীদ কাদরী সাতচল্লিশে দেশভাগের পর বাংলাদেশে আসেন। ১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে তিনি; জার্মানি, ইংল্যান্ড হয়ে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন।
বাংলাদেশ সময়: ১৯:১২:৪০ ৪০১ বার পঠিত