রবিবার, ২ জুন ২০১৩
জাতীয় সংসদের জন্য ১৯৫ কোটি টাকার বাজেট
Home Page » জাতীয় » জাতীয় সংসদের জন্য ১৯৫ কোটি টাকার বাজেটবঙ্গ- নিউজ ডটকমঃ জাতীয় সংসদের জন্য ১৯৫ কোটি ৪২ লাখ টাকা বাজেট অনুমোদিত হয়েছে। এই বাজেট গত বছরের বাজেটের ১৬.১৩ শতাংশ বেশি। সোমবার জাতীয় সংসদ কমিশনের বৈঠকে এই বাজেট অনুমোদিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সংসদের জন্য যে বাজেট থাকে তা আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ কমিশনে অনুমোদিত হতে হয়। বিগত অর্থবছরে জাতীয় সংসদের বাজেট ছিল ১৭৯ কোটি ২৯ লাখ টাকা (সংশোধিত)। যা ছিল এর আগের বছরের বাজেটের চেয়ে এক দশমিক ২৫ শতাংশ। সভায় সংসদের টিফিন ভাতা ও ওভারটাইম বৃদ্ধি করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনের মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু যাতে তৈরি করা না হয়। নান্দনিক স্থাপত্য নকশা হওয়ায় এর সুরক্ষার ব্যাপারে যত্নবান হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরছে সংসদ টেলিভিশন। জাতীয় সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:২১ ৫০৯ বার পঠিত