বুধবার, ৩১ আগস্ট ২০১৬

মীর কাসেম সর্বোচ্চ সাত দিন সময় পাবেন

Home Page » আজকের সকল পত্রিকা » মীর কাসেম সর্বোচ্চ সাত দিন সময় পাবেন
বুধবার, ৩১ আগস্ট ২০১৬



 14726480981.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম আলী প্রাণভিক্ষার জন্য সর্বোচ্চ সাত দিন সময় পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। বুধবার বিকেলে কারা অধিদফতরে সাংবাদিকদের অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
আইজি প্রিজন বলেন, আমরা তাকে রিজেনবল সময় দেবো। আর সাধারণ আসামিদের ক্ষেত্রে রিজেনবল সময় সাতদিন। তিনি সর্বোচ্চ সাতদিনের বেশি সময় পাবেন না।
প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, কারাগারের ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা পালনে কারা কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত থাকে। তবে কোন কারাগারটিকে মীর কাসেমের ফাঁসির জন্য প্রস্তুত রাখা হয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে কাসেমের রিভিউ আবেদন খারিজ করে দেন আদালত। এরপর বুধবার সকালে তাকে তার রিভিউ খারিজের রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এ সময় কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে জানতে চাওয়া হয়। কাসেম সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৮   ৪১১ বার পঠিত