বুধবার, ৩১ আগস্ট ২০১৬
ছেলেকে ফিরে পাওয়ার শর্ত মীর কাসেমের
Home Page » আজকের সকল পত্রিকা » ছেলেকে ফিরে পাওয়ার শর্ত মীর কাসেমের
বঙ্গ-নিউজ ডটকমঃ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বলেছেন, তাদের ছেলেকে না পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারছেন না। সাক্ষাত শেষে বুধবার দুপুরে বিকেল পৌনে ৪টার দিকে কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কাসেমপত্নী বলেন, তার স্বামী মীর কাসেম আলী তাকে বলেছেন, ছেলে ফিরে না পাওয়া পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। ছেলে ফিরে এলে তার সঙ্গে কথা বলেই প্রাণভিক্ষা চাইবেন কি-না, সিদ্ধান্ত নেবেন তিনি। ছেলেকে কাছে পাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য বলেও দাবি করেন তিনি।
কাসেমপত্নী বলেন, আমার ছেলে ও আইনজীবী আহমেদ বিন কাসেমকে সাদা পোশাকের পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা তাকে না পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষা বা অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারছি না। এরপর আর কোনো কথা না বলে অ্যাম্বুলেন্সে করে চলে যান তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, পরিবারের সদস্যরা প্রায় দুই ঘণ্টা মীর কাসেমের সঙ্গে কথা বলেছেন।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকে পৌঁছান কাসেম পরিবারের ৬ সদস্য। তারা হচ্ছেন, কাসেমপত্নী আয়েশা, তার দুই মেয়ে সুমাইয়া রাবেয়া ও তাহেরা তাসনিম, পুত্রবধূ শাহেদা তাহমিদা ও তাহমিনা আক্তার এবং ভাতিজা হাসান জামাল।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দিলে কারাগারে বসেই রেডিওর মাধ্যমে সে খবর জানতে পারেন মীর কাসেম।
এরপর বুধবার সকালে তাকে তার রিভিউ খারিজের রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এ সময় কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে জানতে চাওয়া হয়। কাসেম সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন।
প্রসঙ্গত, ১০ অগাস্ট পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মীর কাসেমের ছেলে মীর আহমেদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তাদের অজানা।
বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৮ ৩৮৫ বার পঠিত