রবিবার, ২ জুন ২০১৩
হ্যাকিং ঠেকাবে মটোরোলার ট্যাটু ও পিল
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » হ্যাকিং ঠেকাবে মটোরোলার ট্যাটু ও পিলবঙ্গ- নিউজ ডটকমঃ গত সপ্তাহে অনুষ্ঠিত ‘অল থিংস ডিজিটাল’ সম্মেলনে এসেছিলেন প্রযুক্তিপণ্য নির্মাতা মটোরোলার অ্যাডভান্সড রিসার্চ প্রধান রেজিনা ডুগান। সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকল্যান্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সম্মেলনে ডুগান জানান, হ্যাকিং ঠেকাতে মটোরোলা এখন পাসওয়ার্ড পিল এবং ট্যাটু তৈরি করছে।ডুগান জানান, শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার পরও হ্যাকিংয়ের শিকার হতে হচ্ছে বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠানকে। তাই মটোরোলা এমন একধরনের পিল এবং ট্যাটু তৈরি করছে, যার মাধ্যমে হ্যাকিং ঠেকানো সম্ভব। মানুষ, মটোরোলার নির্মিত ওই পিল গ্রহণ করলে এবং ট্যাটু হাতে লাগালে পাসওয়ার্ডভিত্তিক যন্ত্র নিশ্চিত হতে পারবে আসল ব্যবহারকারীই সেবাটি চাচ্ছেন।
সম্পূর্ণ বিষয়টি খোলাসা না করলেও ডুগান অনুষ্ঠানটিতে মটোরোলার তৈরি করা ট্যাটুটি দেখান। এ ছাড়াও তিনি জানান, পিলটি গ্রহণের পর তা গ্রহণকারীর পাকস্থলির অ্যাসিডকে ইলেকট্রোলাইট করে ১৮ বিটের একটি ইসিজি সিগন্যাল তৈরি করবে। এর ফলে গ্রহণকারীর শরীরটি পরিণত হবে একটি ‘অথেনটিকেশন টোকেনে’।
মটোরোলার কর্মী ডেনিস উডসাইড জানিয়েছেন, পণ্যটি বাজারে আসতে সময় লাগবে। তবে পিলটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩০:২২ ৪৫৯ বার পঠিত