মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬

লিবিয়ার উপকূল থেকে ৬,৫০০ অভিবাসী উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » লিবিয়ার উপকূল থেকে ৬,৫০০ অভিবাসী উদ্ধার
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬



 libia.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
লিবিয়া উপকূলে ৪০ টি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬,৫০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কাঠের তৈরি নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ উঠে ইতালি যাওয়ার পথে উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান ইতালির উপকূল রক্ষীবাহিনী কোস্টগার্ড।
এই অভিবাসীরা ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে এসেছে। লিবিয়া হয়ে ইতালিতে ঢুকে ইউরোপের কোনো দেশে আশ্রয় নেয়াই এদের মূল উদ্দেশ্য।
ছোট ছোট নৌকায় করে আসা এসব অভিবাসীকে উদ্ধার করে উদ্ধারকারী নৌযানে তুলে নেয় ইতালির কোস্টগার্ড। উদ্ধার অভিযানে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেসরকারি সংস্থা প্রঅ্যাকটিভা ওপেন আর্মস ও মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স।
লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির পতনের পর থেকে অস্থিতিশীল লিবিয়া যেন অবৈধভাবে ইতালিতে ঢোকার একটা ‘খোলা পথ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫০   ৩৯৭ বার পঠিত