সোমবার, ২৯ আগস্ট ২০১৬

প্রক্সিমা সেনটাওরি-বি’- গ্রহে বায়ুমণ্ডল আছে কি? (দেখুন ভিডিওসহ)

Home Page » এক্সক্লুসিভ » প্রক্সিমা সেনটাওরি-বি’- গ্রহে বায়ুমণ্ডল আছে কি? (দেখুন ভিডিওসহ)
সোমবার, ২৯ আগস্ট ২০১৬



1472458581.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ

আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, জ্যোতির্বিজ্ঞানী জ্যোতির্ময় বসু মল্লিক জানিয়েছেন, ‘কোন গ্রহে প্রাণ সৃষ্টির জন্য বায়ুমণ্ডল থাকাটা খুব জরুরি। প্রক্সিমা সেনটাওরি-বি গ্রহে বায়ুমণ্ডল রয়েছে কি না বা তা কোনও কালে ছিল কি না সেখানে, সে ব্যাপারে এখনো কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
তা ছাড়াও চাঁদের একটা পিঠই যেমন পৃথিবীর সামনে থাকে সব সময়, অন্য পিঠটি কোনো দিনই পৃথিবীর মুখ দেখতে পারে না, তেমনই ভিন গ্রহ প্রক্সিমা সেনটাওরি-বি’রও একটা পিঠ সব সময়েই থাকে তার নক্ষত্র প্রক্সিমা সেনটাওরির সামনে।
অন্য দিকটিতে নক্ষত্রের আলো বা তাপ সে ক্ষেত্রে পৌঁছতেই পারে না, কোন ভাবেই। তার ফলে, ওই ভিন গ্রহের যে দিকটা তার নক্ষত্রের সামনে রয়েছে, তার ওপর সৌরঝড় বয়ে যায়, মহাজাগতিক রশ্মি, আছড়ে পড়ে নানা রকমের বিকিরণ।

তা প্রাণ সৃষ্টির পথে বাধা তৈরি হয়। তার পরেও যদি প্রাণের জন্ম কোনো সময় হয়েও থাকে বা তার সম্ভাবনা থাকে, তা হলেও সেই প্রাণের বিকাশ কিছুতেই সম্ভব হতে পারে না ওই ভয়াবহ সৌরঝড় আর আছড়ে পড়া মহাজাগতিক রশ্মি ও হরেক রকমের বিকিরণের কারণে।’
ভি

-
-
ভিডিও দেখুনঃ

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৩   ৪০০ বার পঠিত