সোমবার, ২৯ আগস্ট ২০১৬
আয়ের শীর্ষে শাহরুখ, অক্ষয়!
Home Page » এক্সক্লুসিভ » আয়ের শীর্ষে শাহরুখ, অক্ষয়!
বঙ্গ-নিউজ ডটকমঃ
অভিনেত্রীদের পর এবারে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় সাময়িকী ‘ফোর্বস’। তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বলিউডি তারকা শাহরুখ খান ও অক্ষয় কুমার। এছাড়া সেরা বিশের কোঠায় আরো আছেন সালমান খান ও অমিতাভ বচ্চন। এই তালিকার শীর্ষে আছেন অভিনেতা ডোয়াইন জনসন। ফোর্বসের হিসাব মতে ডোয়াইন জনসন ওরফে ‘দ্য রক’ এর আয়ের পরিমাণ ৬ কোটি ৪ লাখ মার্কিন ডলার।
এটি এ বছরের আয়ের শীর্ষে থাকা অভিনত্রীে জেনিফার লরেন্সের আয়ের (৪ কোটি ৬ লাখ মার্কিন ডলার) চেয়ে প্রায় ১ কোটি ৮ লাখ মার্কিন ডলার বেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন গতবারের তালিকায় আয়ের শীর্ষে থাকা অভিনেতা জ্যাকি চ্যান, যার আয়ের পরিমাণ ৬ কোটি ১ লাখ মার্কিন ডলার। তিন কোটি তিন লাখ মার্কিন ডলার আয় নিয়ে তালিকার অষ্টম স্থানে আছেন শাহরুখ খান। আর ৩ কোটি দেড় লাখ ডলারের আয় নিয়ে অক্ষয় কুমার আছেন দশম স্থানে। গতবার এ তালিকা থেকে ছিটকে পড়েছিলেন কিং খান শাহরুখ। এবারে ‘দিলওয়ালে’ ও ‘ফ্যান’ ছবির মাধ্যমে আবারো নিজের পুরনো স্থানের দখল ধরে রাখলেন তিনি।
তালিকায় সেরাদশে থাকা বাকি অভিনেতারা হলেন ম্যাট ডেমন (৫ কোটি ৫ লাখ মার্কিন ডলার), টম ক্রুজ (৫ কোটি ৩ লাখ মার্কিন ডলার), জনি ডেপ (৪ কোটি ৮ লাখ মার্কিন ডলার), বেন আ্য্যফ্লেক (৪ কোটি ৩ লাখ মার্কিন ডলার), ভিন ডিজেল (৩ কোটি ৫ লাখ মার্কিন ডলার), রবার্ট ডাউনি জুনিয়র (৩ কোটি ৩ লাখ মার্কিন ডলার)।
এ তালিকায় ১৪তম অবস্থানে থাকা সালমান খানের আয়ের পরিমাণ ২ কোটি সাড়ে ৮ লাখ মার্কিন ডলার। ১৮তম অবস্থানে থাকা অমিতাভ বচ্চনের আয়ের পরিমাণ ২ কোটি মার্কিন ডলার। গতবারের তালিকায় সপ্তম অবস্থানে থাকা অমিতাভ বচ্চন এবারে পিছিয়ে ১৮তম স্থানে নেমে এসেছেন। তালিকায় দশম স্থানে থাকা অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। ব্রাদারস, হাইসফুল-৩, এয়ার লিফ্ট ও রুস্তম- একের পর এক হিট ছবির কল্যাণে এ মুহূর্তে বলিউডের সবচেয়ে দামি তারকায় পরিণত হয়েছেন তিনি। সেরা বিশে অবস্থানকারী সালমান খানও এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বলিউডে।
অন্যান্য বছরের মতো এবারো আয়ের দিক দিয়ে নারীদের চেয়ে এগিয়ে আছেন পুরুষেরা। নারী-পুরুষ সম্মিলিত আয়ের তালিকায় সেরা দশে স্থান পেয়েছেন মাত্র দু’জন অভিনেত্রী। সম্মিলিত এ তালিকায় এ বছর আয়ের শীর্ষে থাকা অভিনেত্রী জেনিফার লরেন্সের অবস্থান ষষ্ঠ এবং দ্বিতীয় অবস্থানে থাকা মেলিসা ম্যাককার্থি রয়েছেন নবম স্থানে।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১৫ ৩৮১ বার পঠিত