রবিবার, ২ জুন ২০১৩

ফেইসবুকে চালু হল ‘ভেরিফাইড অ্যাকাউন্ট’

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ফেইসবুকে চালু হল ‘ভেরিফাইড অ্যাকাউন্ট’
রবিবার, ২ জুন ২০১৩



facebb0106b.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ টুইটারের মতো সোশ্যাল জায়ান্ট ফেইসবুকেও খুঁজে পাওয়া যাবে জনপ্রিয় ব্যক্তিদের আসল ফেইসবুক পেইজ এবং প্রোফাইল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার এ সেবাটি চালুর এক বছরের মাথায় ফেইসবুকও সেবাটি চালু করল। সম্প্রতি পিসিম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকে তারকা এবং জনপ্রিয় ব্যক্তিদের আসল পেইজ এবং প্রোফাইলে নামের পাশে নীল রংয়ের চেকমার্ক থাকবে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীরা এখন সহজেই খুঁজে পাবেন তাদের পছন্দের তারকা এবং জনপ্রিয় ব্যক্তিদের আসল অ্যাকাউন্ট। তবে টুইটারের মতো ফেইসবুকও একই নীতি অনুসরণ করছে। সাধারণ কোনো ব্যবহারকারী এ ধরনের অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন না। তবে ব্যবহারকারীরা চাইলে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্টের ব্যাপারে রিপোর্ট করতে পারবেন।

ফেইসবুক জানিয়েছে, তারা জনপ্রিয় তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেবাটি চালু করেছে এবং তারা সেবাটিকে আরও বিস্তৃত করবে। ফেইসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টের তালিকায় ইতিমধ্যেই যোগ হয়েছেন সেলেনা গোমেজ, জাস্টিন বিবার, টেইলর সুইফট, লিওনার্দো দিক্যাপ্রিও, ম্যাডোনা, লেডি গাগা এবং কিম কার্দাশিয়ানের মতো তারকা

বাংলাদেশ সময়: ১৯:২৭:০০   ৪৬৪ বার পঠিত