সোমবার, ২৯ আগস্ট ২০১৬
সুন্দরবন রক্ষায় জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি
Home Page » আজকের সকল পত্রিকা » সুন্দরবন রক্ষায় জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি
বঙ্গ-নিউজ ডটকমঃ
অস্ট্রিয়া প্রবাসীদের সংগঠন নাগরিক ফোরামের নেতাকর্মীরা সুন্দরবন রক্ষায় জাতিসংঘের মহাসচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন। এর আগে সংগঠনের উদ্যোগে আণবিক শক্তি কমিশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নেতৃবৃন্দ। সুন্দরবন রক্ষায় প্রয়োজনিয় পদক্ষেপ নেয়ার জন্যে তারা এ স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে।
অস্ট্রিয়ায় বসবাসরত সকল স্তরের প্রবাসীরা এতে যোগ দেন। স্মারকলিপি দেয়ার আগে সেখানে তারা সমাবেশ করেন। তারা বলেন, সুন্দরবন রক্ষায় তারা বিশ্ব শক্তির আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই ব্যপারে অবহিত করছেন। সেই সঙ্গে এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকারক দিক তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রতিবাদ সভায় উপস্তিত ছিলেন সাইমুন জাকারিয়া, মাইদুল মিয়া, মামুন হাসান, সালমান, আবুল বাশার, বাবুল আহম্মদ। বক্তব্য রাখেন সাগর হুসেন, রুবেল মিয়া, মুক্তার ভুইঞা, নাসির, মামুন, জিয়াদ, স্বপন, জামাল, বাশার, আজিজসহ আরো অনেকে। সমাবেশে ভিয়েনার বিভিন্ন সামাজিক-রাজনৈতিকদলের নেতাকর্মীও একাত্মতা পোষণ করেন।
বাংলাদেশ সময়: ২২:১৮:০৬ ৩৩৫ বার পঠিত