সোমবার, ২৯ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মরদেহ দেশে আনা হচ্ছে।

Home Page » আজকের সকল পত্রিকা » যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মরদেহ দেশে আনা হচ্ছে।
সোমবার, ২৯ আগস্ট ২০১৬



shahid-kadree.jpgবঙ্গ-নিউজ:কবির ইচ্ছায়ই তার মরদেহ বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী নীরা কাদরী।নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান শহীদ কাদরী।

“আগের দিন উনি বলেছিলেন, আমি বাংলাদেশে যেতে চাই ,” হাসপাতালে বলেন নীরা।

কবিপত্নীর সঙ্গে কথা বলে একই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।

তিনি রোববার রাতে বলেন, “তার স্ত্রী বলেছেন, কবির শেষ ইচ্ছা ছিল তাকে যেন ‍মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।”

দেশে আনার পর শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানান তিনি।

শহীদ কাদরীর মরদেহ কবে দেশে আনা হবে তা এখনও ঠিক হয়নি জানিয়ে মুহাম্মদ সামাদ বলেন, নিউ ইয়র্কের হাসপাতাল থেকে মরদেহ ছাড়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে

বাংলাদেশ সময়: ০:০৯:৪৫   ৩৪৩ বার পঠিত