রবিবার, ২৮ আগস্ট ২০১৬

আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে হবে

Home Page » আজকের সকল পত্রিকা » আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে হবে
রবিবার, ২৮ আগস্ট ২০১৬



 prime-minister.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত পণ্যের ওপর দেশের রফতানি নির্ভরতা দেশের রফতানি বাণিজ্যের অন্যতম দুর্বলতা। রফতানি বাণিজ্যের এ সমস্যা দূর করার জন্য পণ্য তালিকায় নতুন নতুন পণ্যের সংযোজন এবং কম অবদান রাখছে- এমন পণ্যের রফতানি বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় রফতানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি সেটা বিশ্লেষণ করে বাজার খুঁজুন। নতুন বাজার খুঁজে নিজেদের বের করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়ের জন্য আসিনি। ব্যবসায়ীদের সব রকমের সুযোগ-সুবিধা দেয়ার জন্য কাজ করছি। ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে থাকতে চাই না।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মরফুহা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪৩   ৩৬৮ বার পঠিত