রবিবার, ২৮ আগস্ট ২০১৬
ইংল্যান্ড ক্রিকেট দলকে অভিনন্দন।
Home Page » আজকের সকল পত্রিকা » ইংল্যান্ড ক্রিকেট দলকে অভিনন্দন।
বঙ্গ-নিউজ ডটকমঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। ২৬ আগস্ট ২০১৬ তারিখ রাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক টুইটার বার্তার মাধ্যমে নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বাংলাদেশ সফর নিয়ে লন্ডনে এক জরুরি সভায় বসে ইসিবির কর্মকর্তা এবং খেলোয়াড়রা। সভাশেষে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হলে ব্রিটিশ ও ভারতের গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করে। সেই সঙ্গে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে গত বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার সংবাদটিও নতুন করে গণমাধ্যমে প্রকাশিত হয়।
আইসিসি কর্তৃক ক্রিকেট দলগুলোর বার্ষিক সফরসূচি আগে থেকেই নির্ধারণ করা। সেই অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। ইতোপূর্বে ২০১৫ সালে গুলশানের কূটনৈতিক এলাকায় একজন বিদেশি হত্যার রেশ ধরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ সফর বাতিল করে। নানাভাবে আশ্বস্ত করেও তাদের এখন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে এ বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা পরিস্থিতি আরো জটিল করে তোলে। যে কারণে ইংল্যান্ড দলের সফর নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। চলতি মাসের ১৭ তারিখ বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে ইংল্যান্ডের তিন সদস্যের একটি প্রতিনিধি দল চারদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকা এবং চট্টগ্রাম ম্যাচ ভেন্যু, খেলোয়াড়দের থাকার হোটেল, অনুশীলন ভেন্যু পরিদর্শন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকারের নিরাপত্তা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলটি ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে সন্তোষ প্রকাশ করে। কিন্তু প্রতিনিধি দলটি ফিরে যাওয়ার দুদিন পরই ইংল্যান্ডের একটি গণমাধ্যম হোটেল থেকে ম্যাচ ভেন্যুতে আসা-যাওয়ার পথে দু’পাশের উঁচু ভবনগুলো খেলোয়াড়দের নিরাপত্তার জন্য হুমকি এমন সংবাদ প্রকাশ করলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে ক্ষোভ এবং হতাশা নেমে আসে। তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। ইংল্যান্ড ক্রিকেট দল তাদের নির্ধারিত বাংলাদেশ সফরে আসছে। এর জন্য তাদের আন্তরিক সাধুবাদ জানাই। বাংলাদেশের যারা এই প্রচেষ্টার সঙ্গে আন্তরিকভাবে যুক্ত ছিলেন তাদেরও অভিনন্দন।
শুধু ইংল্যান্ড ক্রিকেট দল নয়, বৈধভাবে আসা যে কোনো বিদেশি নাগরিক আমাদের অতিথি এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নিরাপত্তার অজুহাত তুলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর না করা ছিল দুঃখজনক এবং অনভিপ্রেত। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে সাফল্যের যে উচ্চতায় রয়েছে তা ধরে রাখতে হলে খেলায় ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের সব বাধা দূরীকরণে সচেষ্ট থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৪:১৫:২১ ৩৬৮ বার পঠিত