রবিবার, ২৮ আগস্ট ২০১৬
‘‘মায়ের দুধ’’ দেবার ক্ষমতা থাকবে ক্লোন করা গরুর!
Home Page » এক্সক্লুসিভ » ‘‘মায়ের দুধ’’ দেবার ক্ষমতা থাকবে ক্লোন করা গরুর!
বঙ্গ-নিউজ ডটকমঃ
আর্জেন্টিনার বিজ্ঞানীরা একটি ক্লেন করা বাছুরের মধ্যে কিছু পরিবর্তিত জিন ঢুকিয়ে মায়ের দুধ উৎপাদনের চেষ্টা করছেন। মেয়ে বাছুরটির নাম হল রোসিটা আইএসএ। তার মধ্যে যে দুটি মানুষের জিন ঢোকানো হয়েছে, এই জিনের কাজ হল এমন দুটি প্রোটিন তৈরী করা, যেগুলো মানুষের দুধেও পাওয়া যায়।
একটির নাম ল্যাক্টোফেরিন, অন্যটির লাইসোজাইম। যেগুলো মানবশিশুকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে রক্ষা করবে।
তথ্যসূত্র : ডয়চে ভেলে।
বাংলাদেশ সময়: ১৪:১০:১১ ১২০৯ বার পঠিত