শনিবার, ২৭ আগস্ট ২০১৬

পাবিপ্রবিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, বন্ধ ঘোষণা

Home Page » আজকের সকল পত্রিকা » পাবিপ্রবিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, বন্ধ ঘোষণা
শনিবার, ২৭ আগস্ট ২০১৬



1472286788.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ
বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে আবাসিক হলের শিক্ষার্থীরা। এ সময় তারা তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও আরও দুটি গাড়ি ভাঙচুর করেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার সকাল ৮টার দিকে প্রশাসনিক ভবনে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়ার পাশাপাশি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিদ্যুৎ সংকট মারাত্মক আকার ধারণ করে। অব্যাহত লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে আবাসিক হলের শিক্ষার্থীরা গত রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিক্যাল ভবন ও ক্যাফেটরিয়ায় ভাঙচুর চালায়। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থাকা দুটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে তারা। এর মধ্যে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন তারা।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আল নকীব চৌধুরী বৈঠক সম্পর্কে জানান, বৈঠকে নেওয়া সিদ্বান্ত অনুযায়ী শনিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। ঈদুল আজহার ছুটি ৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। সেটিকে এগিয়ে এনে নিরাপত্তার স্বার্থে ২৮ আগস্ট থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রিজেন্ট বোর্ডের সভা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জানান, তিনিসহ অন্যান্য শিক্ষক পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫০   ৩৮২ বার পঠিত