শনিবার, ২৭ আগস্ট ২০১৬
বাংলাদেশি শ্রমিক নেবে আমিরাত।
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশি শ্রমিক নেবে আমিরাত।
বঙ্গ-নিউজ ডটকমঃ
বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। শুক্রবার শ্রীলংকায় আমিরাতের মানবসম্পদমন্ত্রী অ্যালেক্স জামামির সঙ্গে আলাদা বৈঠক করেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ওই বৈঠকে আমিরাতের মন্ত্রী বাংলাদেশি শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
শুক্রবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলংকায় কলম্বো প্রসেসের পঞ্চম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সেখানে তিন বিশ্বব্যাপী বাংলাদেশি শ্রমিকদের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, আমিরাতে শ্রমিক পাঠানোর আগে নির্মাণ শ্রমিকদের দক্ষ করেই পাঠানো হবে। এছাড়া আমিরাত গত ডিসেম্বরে বাংলাদেশে একটি ভিসা অফিস খুলেছে বলে খবরে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৩:৩২:১১ ৪৩০ বার পঠিত