শনিবার, ২৭ আগস্ট ২০১৬
লাকসামে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৫
Home Page » আজকের সকল পত্রিকা » লাকসামে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৫এম,কে,এইচ মাসুদ :কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের ছিলোনিয়ায় মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লক্ষীপুর থেকে ঢাকা বিমান বন্দরগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৬০৯৯) লাকসামের ছিলোনিয়া এলাকায় ব্রিজ অতিক্রম করা কালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে ডুবে যায়। এ সময় মাইক্রোবাস যাত্রী নোয়াখালী সদরের সাংচরবরিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউনুছ মিয়া (৬১), তার স্ত্রী সামুনা বেগম (৫৭), ছেলে ফারুক (৩২), একই জেলার কমলনগর উপজেলার চরবসুর গ্রামের মোস্তফার ছেলে নুরুন্ননবী (২৮), একই জেলার বারাইপুর গ্রামের হাফিজুল্লার ছেলে লাতু (৩৯) ঘটনাস্থলেই নিহত হন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দূর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও নিহত যাত্রীদের উদ্ধার করে লালমাই হাইওয়ে ফাড়িতে নিয়ে যায়। মাইক্রোবাস চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সাথে সাথে চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৬ ৩৯২ বার পঠিত