শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬
কক্সবাজারে আইসিটি ভিলেজ হবে।
Home Page » ফিচার » কক্সবাজারে আইসিটি ভিলেজ হবে।
বঙ্গ-নিউজ ডটকমঃ
তথ্যপ্রযুক্তি খাতে কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য এ জেলাতেই কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
শুক্রবার কক্সবাজারে তিনি বলেন, এ লক্ষ্যে সরকার কক্সবাজারে ‘আইসিটি ভিলেজ’ তৈরির পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে কক্সবাজারের রামুতে ১০ একর জায়গা বরাদ্দ নেয়া হয়েছে। একই সঙ্গে কক্সবাজারে ‘সফটওয়ার ট্রেনিং পার্ক’ স্থাপনের সিদ্ধান্তও নেয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় একটি করে ‘ভাষা প্রশিক্ষণ ল্যাব’ করা হলেও কক্সবাজারে দুটি ভাষা প্রশিক্ষণ ল্যাব হবে। কক্সবাজারকে সার্ফিং ডিজিটাল ট্যুরিস্ট শহর হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে, যার মধ্য দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে।
এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়সহ কক্সবাজারের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:৩৫:৫১ ৪০৪ বার পঠিত