শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

ফারাক্কার প্রভাবে উত্তাল পদ্মা

Home Page » আজকের সকল পত্রিকা » ফারাক্কার প্রভাবে উত্তাল পদ্মা
শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬



 podma.JPG

বঙ্গ-নিউজ ডটকমঃ
কুষ্টিয়ার পদ্মা নদীতে এখন পর্যন্ত পানির পরিমাপ হচ্ছে ১৪ দশমিক ৮ মিটার। প্রতি তিন ঘণ্টা অন্তর অন্তর বাড়ছে ২ সেন্টিমিটার। আর ১৭ সেন্টিমিটার পানি বাড়লে বিপদসীমা অতিক্রম করবে। অর্থাৎ একই ধারায় পানি প্রবাহিত হলে ২৪ ঘণ্টা পর বিপদসীমা অতিক্রম করবে। এসব তথ্য প্রদান করেছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের ৪টি বাঁধের সব দরজা খুলে দেয়া হয়েছে। সেই পানির কারণে পদ্মার পানি বাড়ছে।
আদস
শুক্রবার কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী নৈমূল হক বলেন, (দুপুর তিনটা) কুষ্টিয়ার পদ্মা নদীতে পানির বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। তিনি বলেন, ভারত ১০৪টির মধ্যে ফারাক্কা বাঁধের ১০০টি দরজা খুলে দিয়েছে। এসব কারণে পদ্মায় পানি বেড়ে যাচ্ছে।
পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে শাখা গড়াই নদীতেও পানি বাড়ছে। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড সর্তক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৯   ৪৫৮ বার পঠিত