শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

হাইওয়ের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না : সেতুমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » হাইওয়ের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না : সেতুমন্ত্রী
শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬



 148261_11.jpg

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারে কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না। এ ছাড়া পশু পরিবহনে কোন আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেয়া হবে না। এগুলোকে উৎসমুখেই আটকে দেয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
ads

শুক্রবার সকাল নয়টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ সব কথা কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানের ঈদের চেয়ে কোরবানির ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে।

মন্ত্রী আরো বলেন, প্রতি ঈদের আগেই গার্মেন্টস কারখানাগুলো একসঙ্গে ছুটি দেয়ার কারণেও গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তাই এবার মন্ত্রণালয় থেকে বিজেএমইকে নির্দেশনা দেয়া হয়েছে যেন গার্মেন্টগুলো পৃথক দিনে ছুটি ঘোষণা করে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কড্ডা ও বাইপাইল এলাকায় ময়লা ফেলার কারণে যানজট সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়রের সঙ্গে কথা হয়েছে। তাকে বলা হয়েছে, আর যেন মহাসড়কের ওই স্থানে কোনো ময়লা ফেলা না হয়। এ নির্দেশ মানা না হলে ওই ময়লা সিটি কর্পোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য তিনি হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৬   ৪০৩ বার পঠিত