শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

ঈদ পর্যন্ত গ্যাস সংকটের আশঙ্কা!

Home Page » আজকের সকল পত্রিকা » ঈদ পর্যন্ত গ্যাস সংকটের আশঙ্কা!
শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬



 gass-bongo-news.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
নতুন করে গ্যাস সংকটে পড়েছে ঢাকাসহ নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও জিঞ্জিরাবাসী। কোনো কোনো অঞ্চলে গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও গ্যাস পাওয়া গেলেও চাপ এত কম যে কোনো কাজই করা যাচ্ছে না। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। গ্যাসের পাইপলাইন পরিষ্কার করার কারণে এই সমস্যা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।
ঢাকা ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। তারা জানায়, গ্যাস সঞ্চালন পাইপলাইনে হেভি হাইড্রোকার্বনসহ বিভিন্ন পার্টিকেল মুক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পাইপলাইন পরিষ্কার (অন স্ট্রিম ক্লিনিং পিগিং) করছে। আশুগঞ্জ থেকে বাখরাবাদ পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ৬১ কিলোমিটার পাইপলাইন এবং বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার পাইপলাইনে এই পিগিং করা হচ্ছে। পিগিং করার সময় এই দুই পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে যাচ্ছে। এ কারণেই ঢাকা ও এর আশপাশের বিশেষ করে ঢাকার দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ বিঘিœত হচ্ছে। এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান বলেন, জিটিসিএলের সঞ্চালন পাইপলাইনে ময়লা জমেছে। এই ময়লা পরিষ্কার করতে হলে পিগিং করা খুবই দরকার। এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। জিটিসিএলের সঞ্চালন লাইন থেকে গ্যাস তিতাসের পাইপলাইনে সরবরাহ করা হয়। পিগিং করার সময় যাতে কোনো ময়লা তিতাসের পাইপলাইনে না আসে সেজন্য মাঝে মাঝে পাইপলাইন বন্ধ রাখতে হচ্ছে। এ কারণের ঢাকা ও নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে তিনি বলেন, আবাসিক গ্রাহকদের যাতে সমস্যা না হয় সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা জানান, পাইপলাইন পরিষ্কার করতে ৮ দিন সময় লাগলেও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে ঈদ পর্যন্ত সময় লাগতে পারে। তবে ঈদের সময় কল-কারখানাগুলো বন্ধ থাকায় আবাসিকে তেমন কোনো সমস্যা হবে না বলে আশা করছে তিতাস গ্যাস কোম্পানি।
এর আগে জানুয়ারি মাসে একই পাইপলাইনে ময়লা জমে নারায়ণগঞ্জে চরম গ্যাস সংকট দেখা দিয়েছিল। ওই সময় তিতাস জানায়, বাখরাবাদ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত সঞ্চালনের মূল লাইনে ময়লা জমে থাকার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। পরে সাময়িকভাবে পাইপলাইন পরিষ্কার করে পরিস্থিতি ঠিক করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৩৫:০০   ৩৮২ বার পঠিত