বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর খুনিদের সর্ম্পকে নতুন প্রজন্মের ধারণা থাকতে হবে।

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গবন্ধুর খুনিদের সর্ম্পকে নতুন প্রজন্মের ধারণা থাকতে হবে।
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬



 bongo-news-2.JPG

বঙ্গ-নিউজ ডটকমঃ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জাতির পিতার হত্যাকারী কারা এবং কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন প্রজম্মের সুস্পষ্ট ধারণা থাকা উচিত।
তিনি বলেন, এ জন্য একটি তদন্ত কমিশন করে দেশী-বিদেশী কারা জড়িত ছিল তা বের করা উচিত। তাহলেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কয়েকজন বিপথগামী সেনা কর্মকতার বিচার হলেও প্রকৃত ষড়যন্ত্রকারীরা এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে।
তিনি আজ দুপুরে নগরীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ads
হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কান্নার দল নয়। তারা জাতিকে বারবার কাঁদিয়েছে। খুনীদের চোখে কান্না মানায় না।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ জাতিকে কাদিয়েছিল।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ১৯ বার হামলা চালানো হয়েছে। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি দেশের মানুষকে কাদিয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে হত্যা করেছে।
তিনি বলেন, বিএনপি খুনীদের দল। আর তাই খুনীদের চোখে কান্না শোভা পায় না।
ফখরুলের উদ্দেশে হানিফ আরো বলেন, ২০০১ সালে বিএনপি সরকারের সময় আপনি মন্ত্রী ছিলেন। সেসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের যখন নির্বিচারে হত্যা করা হয়েছিল তখন আপনাদের অনুভ’তি কোথায় ছিল?
ads
তিনি বলেন, আর এখন আপনার দলের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য একাধিক মামলার আসামী হয়ে ঢাকায় হকারী করে বা রিকশা চালায় তখন আপনাদের খুব কষ্ঠ লাগে।
হানিফ বিএনপির নিখোজ নেতা-কর্মীদের তালিকা আইন-শৃঙ্খলা বাহনীর কাছে পাঠানোর জন্য অনুরোধ জানান। তারা জঙ্গী কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েছে কিনা তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সুবিধা হবে বলেও জানান তিনি।
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫২   ৩৯২ বার পঠিত