বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬

পরম করুনাময় ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী

Home Page » আজকের সকল পত্রিকা » পরম করুনাময় ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬



25-08-2016.jpgবিশেষ প্রতিনিধিঃপরমকরুনাময় ভগবান শ্রীকৃষ্ণ, মাতা দেবকী, পিতা বসুদেবের পুত্র রুপেভাদ্রমাসে, কৃষ্ণপক্ষে, অষ্টমী তিথিতে, ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাতে, কংসের কারাগারে জন্মগ্রহন তথা বৈকুন্ঠ হতে এ ধরায় আবির্ভূত হন। আবার ঝড়ঝঞ্ঝা বৃষ্টির মধ্যে শৃগালীর পথ প্রদর্শনে উত্তাল যমুনা পার হন অনন্তনাগের ছত্রছায়ায়। কি অদ্ভুত তাইনা?দেবকী হলেন ‘দৈবশক্তি’ আর বসুদেব হলেন ‘জীবাত্মা’। পঞ্চপ্রাণের পিতা বলে তিনি বসুদেব। প্রকৃত পক্ষে বসুদেব এবং দেবকী হলেন জীবীত্মা ও পরাপ্রকৃতির প্রতীক।ভাদ্র মাস শুভ বা মঙ্গলের মাস। আমরা জানি, কৃষ্ণপক্ষে চন্দ্রের শক্তি ক্ষয় বা ক্ষীণ হয় এবং শুক্লপক্ষে এর শক্তি বৃদ্ধি পায়। অন্তর্জগতে চন্দ্র হচ্ছে ‘মন’। অর্থাৎ মনই চন্দ্র। অষ্টমী তিথিতে চন্দ্রের তথা মনের ক্ষয় হতে হতে অর্ধেকে গিয়ে পৌঁছায়। মনের চঞ্চলতা ক্ষয়প্রাপ্ত হয়। সাধনার মোক্ষম সময়। মন যখন বহির্জগতের কামনা বাসনা মুক্ত হয়, তখনই তা অন্তর্মুখি হলে, অপুর্ব জ্যোতি দর্শন করা যায়। মাটি, জল, তেজ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টতত্ত্বই আমাদের জীব প্রকৃতি। শ্রীকৃষ্ণ ত্রিগুনাতীত বিশ্ব প্রতিভূ। অষ্ট প্রকৃতির উর্ধ্বে তিনি। তাই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্ম।তাহলে দেখা যাচ্ছে, শৃগালী রুপী শিবশক্তি, জীবাত্মারুপ বসুদেব, পরমাত্মারুপ শ্রীকৃষ্ণ আর অনন্ত শক্তির প্রতীক কুন্ডলিনী, এদের সমন্বিত যোগচিত্রায়িত রুপই শ্রী শ্রী জন্মাষ্টমীর আধ্যাত্মিক তাৎপর্য নির্দেশ করে। পরমকৃপাময় সচ্চিদানন্দ ভগবান গোলকপতি শ্রীকৃষ্ণ সবার জীবন মঙ্গলময়, কল্যাণময় আর সুন্দরময় করে রাখুন নিরন্তর।

বাংলাদেশ সময়: ৭:৪৭:২৩   ২৫৮৬ বার পঠিত