রবিবার, ২১ আগস্ট ২০১৬

ব্রেইন টিউমার আক্রান্ত অধ্যাপকের জন্য সাহায্যের হাত বাড়ান।

Home Page » আজকের সকল পত্রিকা » ব্রেইন টিউমার আক্রান্ত অধ্যাপকের জন্য সাহায্যের হাত বাড়ান।
রবিবার, ২১ আগস্ট ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ
নেছার এ নিশানঃ
মানুষ মানুষের জন্য। মানবতার এই মহান ব্রত নিয়ে আসুন আমরা মানবতার সুরে তাল মেলাই। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ সিএসই এর সহকারী অধ্যাপক ‘আরিফ তানভীর’ স্যার দীর্ঘদিন ব্রেইন টিউমার নামক মরণ ব্যাধির সাথে যুদ্ধ করছেন।

তার মতো দৃঢ়চেতা শিক্ষক খুবই বিরল। অস্ট্রেলিয়াতে মাস্টার্স করার সময় থেকেই তিনি জানতেন, তার ভিতরে এই মরণব্যাধি বাসা বেধেছে। তিনি দুদফা চিকিৎসা করালেন অস্ট্রেলিয়াতে। নাড়ির টানে ফিরে এলেন নিজ দেশে। ফিরে এলেন জাতিকে গড়বেন বলে। জাতি গড়ার কারিগর হয়ে নিজেকে মহান পেশায় নিযুক্ত করলেন। কিছুদিনের মাঝেই তার অসাধারণ মেধা নৈপুন্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন ছাত্র-ছাত্রীদের মাঝে। ভালোই চলছিল দিনগুলো । কিন্তু সেই পুরনো শত্রু এবার এলো আরো বিকট আকারে। সেই টিউমারটি (Regrowing tumor) এবার এতটাই বড় হয়ে উঠল যে মস্তিষ্ককেই তার অর্ধেক জায়গা ছেড়ে দিতে হলো ।

ছাত্র-ছাত্রীদের প্রিয় সেই স্যার এখন আর উঠে বসতে পারেননা। কাউকে চিনতে পারেননা। শরীরের এক অংশ প্যারালাইজ্ড অথচ কিইবা বয়স তার, সবে ৩৪। সম্প্রতি সিঙ্গাপুরে তার অপারেশনের পর এখন তিনি দেশে স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা জানিয়েছেন অন্তত বেঁচে থাকতে গেলে তাকে ৬টি কেমোথেরাপি দিতে হবে, যার প্রতিটার মূল্য প্রায় তিন লাখ টাকা।

স্যারের পরিবার এখনো আশা করে স্যার বেঁচে উঠবেন। তার সহকর্মীরা আশা করেন যে তিনি আবার নিয়মিত ক্যাম্পাসে আসবেন। তার শিক্ষার্থীরা আশায় বীজ বুনে, তিনি আবার ক্লাসে আসবেন। সেই চিরচেনা লাস্যময়ী হাসিতে ভরিয়ে তুলবেন ক্লাসরুম। আমরা কি পারিনা এই সকল মানুষদের এই ছোট ছোট চাওয়াগুলো পূরণ করতে?

আমরা পারি। আমরা একা নই। স্যার আপনি নিশ্চিন্ত থাকুন আজ পুরো জাতি আপনার পাশে আছে। আমরা আপনাকে কোথাও যেতে দেব না…
আসুন, আমরা যে যেখানে যেভাবে আছি সবাই স্যারের জন্য একটু এগিয়ে আসি। এটা সহানুভূতি নয়, এটা স্যারের অধিকার। দেশ গড়ার এই অমূল্য রত্নকে আবার ফিরিয়ে আনা আমাদের কর্তব্য।

তাই আবার বলছি, আসুন মানবতার জানালাটা খুলে দেই। আমরা সকলে এগিয়ে আসি…. ।

বিকাশ নাম্বার : ০১৭১০৩০৪৮০৮

যোগাযোগ ঃ ০১৭১৫৫৫১১৪৫

বাংলাদেশ সময়: ১০:৫৪:৫৮   ৪৫৫ বার পঠিত