শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬

মৃত হাতির ‘ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টে রিট

Home Page » এক্সক্লুসিভ » মৃত হাতির ‘ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টে রিট
শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬



the-elephant-died.jpgবঙ্গ-নিউজঃ ভারতীয় বুনো হাতির মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট করেছেন ইউনুস আলি আকন্দ নামের জনৈক আইনজীবী। তিনি হাতিটির নিরাপত্তার দায়িত্ব যাদের উপর, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার আবেদন করেছেন।

ইউনুস আলি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তার করা রিট বিষয়ে বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ১৮ (ক) ধারা অনুসারে বন্যপ্রাণীর নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা তাই সংবিধান লংঘনের মতো ঘটনা।’

এ কারণেই তিনি রিটটি করেছেন বলে দাবি করেন। কিন্তু হাতিটির দাম যে কোটি টাকা, এটা তিনি কীভাবে নির্ধারণ করলেন, এমন প্রশ্ন করা হলে ইউনুস জানান, তিনি একটা অনুমান করে এই দাম নির্ধারণ করেছেন। হাতিটি উদ্ধারের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে টাকা আদায়ের দাবি জানান ইউনুস।

উল্লেখ্য, গত জুন মাসে বানের পানিতে ভেসে বাংলাদেশে এসে পরে একটি ভারতীয় হাতি। হাতিটি বুনো হওয়ার কারণে সেটা নিয়ে দেখা দেয় আতঙ্ক। বাংলাদেশের প্রাণী বিশেষজ্ঞরা নানাভাবে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালান।

বাংলাদেশ সময়: ১১:২৮:০৩   ৪৩৪ বার পঠিত