সোমবার, ১৫ আগস্ট ২০১৬
জাতীয় জাদুঘরে “কবিতায়বঙ্গবন্ধু” শীর্ষক “আলোকচিত্র প্রদর্শনী ও কবিতা পাঠ”
Home Page » এক্সক্লুসিভ » জাতীয় জাদুঘরে “কবিতায়বঙ্গবন্ধু” শীর্ষক “আলোকচিত্র প্রদর্শনী ও কবিতা পাঠ”
করবী ঘোষ;বঙ্গ-নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে শিল্পী মাসুদ হোসেনের “কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বিশ্ববাংলা কবিতা পরিষদ এর অংশগ্রহনে কবিতা পাঠ ও আবৃত্তি এবং আলোচনাও থাকছে। ১৬ই আগষ্ট, ২০১৬,মঙ্গলবার, বেলা ২টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে এ অনুষ্ঠানের উদ্বোধনী হবে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এম পি ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন এম পি কাজী রোজী।এছাড়াও বিশেষ অতিথি হিসবে থাকছেন জনপ্রশাসন মন্ত্রানালয়ের সিনিয়র সচিব জনাব ড কামাল আব্দুল নাসের চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচর্য প্রফেসর ড আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মাসুদ আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং ইত্তেফাক গ্রুপের সম্পাদক তাসমিমা হোসেন। উক্ত প্রদর্শনী চলবে আগামী ১৬ থেকে ১৭ আগষ্ট,২০১৬ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০:৫২:৩৭ ৭৫২ বার পঠিত