
সোমবার, ১৫ আগস্ট ২০১৬
ফয়সাল হাবিব সানি’র কবিতা `বঙ্গবন্ধু তুমি অাছো’
Home Page » এক্সক্লুসিভ » ফয়সাল হাবিব সানি’র কবিতা `বঙ্গবন্ধু তুমি অাছো’বঙ্গবন্ধু তুমি অাছো এই বাংলায় সবুজ-শ্যামলিমায় মিশে
অাছো পলাশের পাশে লাল লাল রক্তরং ভালোবেসে।
অাছো তুমি রেসকোর্স ময়দানে, অাছো তুমি সর্বস্তরে;
অাজও তুমি বসে অাছো প্রত্যেক বাঙালির ঘরে ঘরে।
অাছো অবিমিশ্র বাংলার জারি, সারি, ভাঁটিয়ালির সুরে……
তোমার অগ্নিকণ্ঠ অাজও অগ্নি হানে বাংলার বক্ষ জুড়ে।
তোমায় কাছে ডাকে অাজও বাংলার পথ-ঘাট-মাঠ
ইতিহাসের কাছে তুমি চিরঞ্জীব; এক বিশ্ববীর সম্রাট।
বাংলার অানাচে-কানাচে ছড়িয়ে তুমি, স্বাধীনতার দীক্ষাগুরু;
বাংলাদেশের স্বপ্ন দেখা প্রথম তুমিই করেছিলে শুরু।
তুমি শুরু, তুমি অনিঃশেষ, সাহসী মহান বীর;
নজরুলের বিদ্রোহী’র মতো `উন্নত মম শির’।
অাছো তুমি বঙ্গবন্ধু, হাজারও কবি’র কাব্যে;
অাছো বাদ্যে, অাছো অন্তে, অাছো তুমি অাদ্যে।
তুমি মরোনি, তুমি ছিলে, অাজও তুমি অাছো
তুমি অাজও দূর থেকে বাংলাকে ভালোবাসো।
অাজও ভালোবাসো তুমি বাঙালিকে, ভালোবাসো মাতৃভাষা
অাজও তোমার গান গায় অাউল-বাউল-চাষা।
তুমি বাংলার অস্তিত্ব ঘিরে গাঁথা চিরকাল; প্রতিবাদের ক্ষিপ্ত তান……
তুমি জাতিশ্রেষ্ঠ, মহান সৈনিক মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ০:৫০:৩১ ৫১৪ বার পঠিত