শুক্রবার, ১২ আগস্ট ২০১৬
ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ নিহত
Home Page » সংবাদ শিরোনাম » ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ নিহতবঙ্গ-নিউজঃ ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘সন্ত্রাসীর’ মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই র্যাব সদস্য।বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার ফলশি গ্রামের বটতলায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাবের ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ।
নিহত শহিদুল ইসলাম পচার বাড়ি (৪০) উপজেলার পার-দখলপুর গ্রামে।
র্যাব কর্মকর্তা মনির বলেন, র্যাবের একটি দল টহল দিতে দিতে ফলশি গ্রামে পৌঁছালে ১৫-১৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বটতলায় সন্দেহজনক ঘোরাফেরা করছে বলে খবর পায়।
“টহল দলটি বটতলার দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা র্যাবের উদ্দেশে গুলি করে। র্যাব পাল্টা গুলি করলে প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধ চলে।”
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শহিদুলকে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনাস্থলে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি রামদা ও একটি হাসুয়া পাওয়া গেছে।
“নিহত শহিদুলের নামে হরিণাকুণ্ড ও ঝিনাইদহ থানায় হত্যা, অপহরণ, বোমাবাজি ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে।”
আহত র্যাব সদস্য এএসআই খায়রুল হোসেন ও এপিসি মিজানুর রহমানকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১৩:০২:৪০ ৩৮২ বার পঠিত