শুক্রবার, ১২ আগস্ট ২০১৬

আমেরিকায় ৭০০ ফাইটার বিমান পাইলটের ঘাটতি!

Home Page » এক্সক্লুসিভ » আমেরিকায় ৭০০ ফাইটার বিমান পাইলটের ঘাটতি!
শুক্রবার, ১২ আগস্ট ২০১৬



us-fighter-aircraft.jpgবঙ্গ-নিউজঃ ফাইটার বিমানের পাইলট নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে, দেশটির বিমানবাহিনীতে চলতি বছরে শেষ নাগাদ ৭০০ ফাইটার পাইলটের ঘাটতি দেখা দিবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধাক্কা সামলাতে কিছুটা ভোগান্তি হবে আমেরিকার।পাইলটের এই বড় ধরনের ঘাটতি কাটাতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ঘোষণা দিয়েছে, ড্রোন পরিচালনাকারী পাইলটদের নতুন করে এক বছরের চুক্তি নবায়ন করলে ৩৫ হাজার ডলার বোনাস দেয়া হবে। যা আগে ২৫ হাজার ডলার ছিল।

আমেরিকার বিমানবাহিনী সংক্রান্ত মন্ত্রী ডিবোরা লি জেমস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিমান বাহিনী চাইছে, চাকরি অব্যাহত রাখলে সব পাইলটের বোনাস বাড়ানোর ক্ষমতা তাদের দিতে হবে। তবে মার্কিন বিমান বাহিনী প্রধান জেনারেল ডেভিড গোল্ডফেইন পাইলটদের জীবন মান, চাকরির শর্ত, প্রশিক্ষণ এবং গৃহায়নের সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাবও করেছেন।

আমেরিকা প্রশাসন মূলত বেসামরিক এয়ার লাইন্সগুলোতে অধিকহারে বেতন-ভাতা এবং সুযোগ সুবিধা দিয়ে বিমান বাহিনীর পাইলট বিশেষ করে ফাইটার পাইলটদের লুফে নিতে চাইছে। যুক্তরাষ্ট্র বিমানবাহিনী সংশ্লিষ্টদের অভিমত, দীর্ঘদিন ধরেই পাইলট সংকটে ভুগছে মার্কিন বিমান বাহিনী। যেকোন মূল্যে পাইলটদের ধরে রাখতে হবে। এই অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে কয়েক হাজার পাইলট সংকট দেখা দিবে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৩৩   ৪০৯ বার পঠিত