শুক্রবার, ১২ আগস্ট ২০১৬

সিপিএল জিতে দেশে ফিরলেন সাকিব

Home Page » ক্রিকেট » সিপিএল জিতে দেশে ফিরলেন সাকিব
শুক্রবার, ১২ আগস্ট ২০১৬



shakib-has-to-bat-in-lower-order.jpgবঙ্গ-নিউজঃ সিপিএল শেষ করে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আপাতত কয়েক দিন বিশ্রাম নিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন তিনি।সাকিব এবারের সিপিএলে ক্রিস গেইলের দল জ্যামাইকা তালাওয়াহসে খেলেছেন। ব্যাটে- বলে উত্থান ও পতনের মধ্য দিয়েই আসর শেষ করেছেন তিনি। সব মিলিয়ে খুব একটা খারাপ কাটেনি সাকিবের সময়।

এর আগে কলকাতার হয়ে দু্ইবার আইপিএল জিতেছেন সাকিব। এবার জিতলেন সিপিএলও। টি-টোয়েন্টি লিগগুলোতে সাকিবের চাহিদা এতে আরো বেড়েই যাওয়ার কথা। এখন অবশ্য টি-টোয়েন্টি নয়, সাকিবের চিন্তাজুড়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করার পর আইপিএল খেলে দেশে ফিরে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন সাকিব। এরপর গত ২৫ জুন গেছেন সিপিএল খেলতে দেড় মাসের বেশি সময় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করে দেশে ফিরলেন তিনি।

এখন কয়েকদিনের ছুটি কাটিয়ে ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে যোগ দিবেন সাকিব। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার কথা ইংলিশদের।

নিরাপত্তাজনিত জটিলতায় তাদের ঢাকায় খেলতে আসা নিয়ে অবশ্য সামান্য শঙ্কা আছে। সেটা দূর হয়ে যেতে পারে চলতি মাসের ২০ তারিখের আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৭ আগস্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইংলিশ প্রতিনিধি দল আসছে।

তাদের প্রতিবেদনের ভিত্তিতেই চূড়ান্ত হবে ইংল্যান্ড সিরিজের ভাগ্য। সাকিব অবশ্য আশা করছেন ইংল্যান্ড আসবে। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করার সময়ই সাকিব বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন যে, ইংল্যান্ডের মানুষ যদি ফ্রান্সে যেতে পারে তবে বাংলাদেশে সমস্যা কী!

সাকিব ছাড়া মাশরাফিও আশা করেছেন যে ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে। এর আগে এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়ও নিরাপত্তা নিয়ে জটিলতা ছিলো। তারপরও দল পাঠিয়েছিলো ইংল্যান্ড। বাংলাদেশ আশা করছে, এবারও বিপদের সময় পাশে দাঁড়াবে ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩০   ৩৭৭ বার পঠিত