বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
সবগুলো পোকেমন ধরা পড়েছে!
Home Page » বিশ্ব » সবগুলো পোকেমন ধরা পড়েছে! বঙ্গ-নিউজঃ অল্প সময়ের মধ্যেই ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে রিয়ালিটি গেইম পোকেমন গো। ইতিমধ্যে গেইমটি নানা ঘটনা বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর কাহিনীর জন্ম দিয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ১৪২ পোকেমনের সবগুলো নিজের সংগ্রহে আনার দাবি করেছে টরন্টোর অধিবাসী রবার্ট ভ্যাসকুয়েজ।
তার দাবি, প্রথম খেলোয়াড় হিসেবে সবগুলো পোকেমন সংগ্রহ করার রেকর্ড গড়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়া হয়নি।
সিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ভ্যাসকুয়েজ জানান, গেইমটি খেলতে ২৬৬ কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি। সেজন্য সর্বমোট সময় লেগেছে সাড়ে তিন সপ্তাহ। ১৪২টি পোকিমন ধরতে গিয়ে তার ওজন ২৫ পাউন্ড কমেছে।
তিনি আরও বলেন, গেইমটি খেলতে গিয়ে অনেক মানুষের সঙ্গে পরিচয়ের পাশাপাশি বিভিন্ন শহর ঘুরে বেড়ানো হয়েছে। এ ছাড়াও এটি খেলতে তার ফোনের বিল বাবদ পাঁচ হাজার ডলার খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ৭:২১:৫২ ৩৯১ বার পঠিত