বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
রিওতে বিশ্বরেকর্ড ভাঙতে চান বোল্ট
Home Page » খেলা » রিওতে বিশ্বরেকর্ড ভাঙতে চান বোল্টবঙ্গ-নিউজঃ কি, শিরোনাম পড়ে চমকে উঠলেন! ভাবছেন এটা আবার কেমন কথা হলো- সবাই চায় বিশ্বরেকর্ড গড়তে, আর বোল্ট কিনা চাইছেন বিশ্বরেকর্ড ভাঙতে? হ্যাঁ পাঠক, জীবনের শেষ অলিম্পিকে বিশ্বের দ্রুততম পুরুষ উসাইন বোল্টের একটাই টার্গেট, তা হলো- নিজের গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটি ভাঙা। ১৯ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করতে চান বোল্ট।
রিও পৌছেই ফুরফুরে মেজাজে আছেন উসাইন বোল্ট। সাম্বার তালে তাল মিলিয়ে নিজেকে মানসিকভাবে ফিট রাখছেন তিনি। এটি বোল্টের তৃতীয় অলিম্পিক। এর আগে বেইজিং আর লন্ডন অলিম্পিকে ১০০,২০০ এবং ৪*১০০ এই তিনটি ইভেন্ট মিলিয়ে মোট ৬টি সোনার পদক তার দখলে। চোটের কারণে একসময় বোল্টের রিও যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে চোট কাটিয়ে স্বমহিমায় ফিরেছেন বিশ্বের দ্রুততম পুরুষ। গত মাসে ডায়মন্ড লিগেই যার নমুনা পাওয়া গেছে। তাই অলিম্পিকের ট্র্যাক এন্ড ফিল্ডকে বিদায় জানানোর আগে নয়া বিশ্ব রেকর্ডের মালিক হতে চান বোল্ট।
বাংলাদেশ সময়: ৬:৩৭:০৩ ৩৫৪ বার পঠিত