মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

Home Page » আজকের সকল পত্রিকা » আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজঃ  আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ মঙ্গলবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হল ‘আদিবাসীদের শিক্ষার অধিকার’।

জানা গেছে, ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষার কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এখনও তারা নিজেদের ভাষায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

আদিবাসী দিবস উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০ লক্ষাধিক আদিবাসী জনগণ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা এখন হুমকির মুখে।

এদিকে দিবসটি উপলক্ষে আদিবাসী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি করা হয়েছে।

এছাড়াও বাদ পড়া আদিবাসীদের অবিলম্বে গেজেটে অন্তর্ভুক্ত, শিক্ষা ও চাকরিতে ৫ শতাংশ কোটার পূর্ণ বাস্তবায়ন এবং উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ৯:২৬:৫৭   ২৯০ বার পঠিত