সোমবার, ৮ আগস্ট ২০১৬

হল নির্মাণের দাবি

Home Page » শিক্ষাঙ্গন » হল নির্মাণের দাবি
সোমবার, ৮ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজ: সদ্য বিলুপ্ত পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারগারের স্থানে নতুন হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে হল নির্মাণের দাবিতে স্লোগান দেয়।

এর আগে রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখান থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন ৩ঘণ্টা ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করে।

সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। এখন সেখানে পার্ক করার সিদ্ধান্ত হয়েছে। তবে গত ১ আগস্ট থেকে এখানে হল নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার কারণে ঢাকায় বাসাভাড়া নিয়ে তাদের থাকা কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় বাসা ছেড়ে দেয়ার নোটিশ দিয়েছেন মালিকরা।

অনেক জায়গায় বাসাভাড়া বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে তারা (শিক্ষার্থী) এখন নিরুপায়।

এজন্য শিক্ষার্থীদের দাবি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার তাদের আবাসিক হল হিসেবে দেয়া হোক।

বাংলাদেশ সময়: ১৮:১৪:০২   ২৮৬ বার পঠিত