সোমবার, ৮ আগস্ট ২০১৬

‘গুলশানে হামলায় অস্ত্রের জোগানদাতা প্রাথমিকভাবে শনাক্ত’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘গুলশানে হামলায় অস্ত্রের জোগানদাতা প্রাথমিকভাবে শনাক্ত’
সোমবার, ৮ আগস্ট ২০১৬



‘গুলশানে হামলায় অস্ত্রের জোগানদাতা প্রাথমিকভাবে শনাক্ত’কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, গুলশানের হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় হামলার ঘটনার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। এ ঘটনায় অস্ত্রের জোগানদাতাসহ অনেককেই প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া প্রকৌশলী হাসনাত রেজা করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এ হামলার সঙ্গে জড়িত কি না, সেটি এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে এ বিষয়ে পরিষ্কারভাবে বলা যাবে।
রোববার সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় তিনি এসব কথা জানান।
মনিরুল বলেন, গুলশানে হামলার ঘটনায় অস্ত্রের জোগানদাতাসহ অনেককেই প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। তবে তাদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানের দুটি ছবি নিয়ে একটি দৈনিক পত্রিকা কথিত অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে। কিন্তু এখানে তদন্ত-সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে এ হামলায় তাঁদের সম্পৃক্ততা আছে কি না, সেটি বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তদন্ত চলাকালে এ ধরনের সংবাদ প্রকাশ করা ঠিক নয়।
গুলশান হামলার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন তামিম চৌধুরী কল্যাণপুরে অভিযানের সময় ঢাকাতেই অবস্থান করছিলেন জানান মনিরুল। তাঁকে ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ৫:৫৩:৫৮   ৩২৩ বার পঠিত