রবিবার, ৭ আগস্ট ২০১৬

গুগল আনছে উড়ন্ত গাড়ি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » গুগল আনছে উড়ন্ত গাড়ি
রবিবার, ৭ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজঃ চীনে উন্মোচিত ওএস’কার আরএক্স৫ প্রতিষ্ঠানটির প্রথম ইন্টারনেট চালিত গাড়ি। গাড়িটি এসএআইসি মটোর কর্পোরেশনের সাথে সম্মিলিতভাবে তৈরি করেছে আলিবাবা।

আলিবাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা বলেন, ‘গত কয়েক দশকে মেশিনকে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন করে তুলেছে মানুষ। আগামী দশকে মানুষের উচ্ছ্বাসার সাথে মেশিনকে একত্রিত করার চেষ্টায় থাকব আমরা। সফটওয়্যার প্রোগ্রামগুলো ফোনকে যেমন নতুন রূপ দিয়েছে ঠিক তেমনি আমাদের ইয়ুনওএস চালিত অ্যান্ড্রয়েড ভিত্তিক গাড়িও ভবিষ্যতে মানুষের জীবনের অপরিহার্য অংশ। আজ নতুন যুগের ভোরের স্বাক্ষী হতে চলেছি আমরা। গাড়ি প্রযুক্তিতে পরিবর্তন আনতে পেরে আমরা গর্বিত।’

২ বছরের গবেষণা, নিবিড় চর্চা এবং সহযোগিতার মাধ্যমে ওএস’কার আরএক্স৫ তৈরি করা হয়েছে বলে দাবি করেছে আলিবাবা। নতুন গাড়িটি ক্লাউড-ভিত্তিক প্লাটফর্ম সমর্থিত। এটি তথ্য সম্প্রচার, মডেলিং এবং প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে। গাড়িটিতে তিনটি সমন্বিত স্ক্রিন বিদ্যমান- বৃহদাকৃতির টাচ স্ক্রিন, এলইডি ড্যাশবোর্ড, এবং রিয়ার ভিউ মিরর।

অ্যান্ড্রয়েড ভিত্তিক গাড়িটি বর্তমানে ১৪ হাজার ৯০০ মার্কিন ডলার থেকে শুরু করে ২৮ হাজার মার্কিন ডলারের মধ্যে বিভিন্ন মডেলে কিনতে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:২০:৩৬   ৩৬৫ বার পঠিত