শনিবার, ৬ আগস্ট ২০১৬
জাবিতে আইনশৃঙ্খলা বাহিনী
Home Page » শিক্ষাঙ্গন » জাবিতে আইনশৃঙ্খলা বাহিনীবঙ্গ-নিউজ:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের (আইআইটি) সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ জানিয়েছেন, শনিবার দুপুর পৌনে ১টার দিকে গণিত ও পরিসংখ্যান ভবনে একটি কক্ষে তিনি ক্লাস নেওয়ার সময় ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যাওয়া হয়।
তার নাম মোশাররফ ছাড়া আর কোনো পরিচয় আইআইটির শিক্ষকরা জানাতে পারেননি। সহপাঠীরা জানিয়েছেন, তারা তাকে ইব্রাহীম ইবনে মোশাররফ নামে চিনতেন।জঙ্গিবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে শুনেছেন তারা।
এদিকে তাকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কিছু না জানার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন।
আইআইটির শিক্ষক ইউসুফ বলেন, “তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমার ক্লাস চলাকালীন সময়ে কয়েকজন এসে প্রশাসনের লোক পরিচয় দিয়ে মোশাররফকে খোঁজ করে বলেন, ভিসির অনুমতি নিয়ে আসছি; ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপর তারা ওই শিক্ষার্থীকে নিয়ে চলে গেল। এর বেশি কিছু আমি জানি না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আগন্তুকরা ওই ছেলেকে গণিত ও পরিসংখ্যান ভবনের সামনে দাঁড় করানো একটি গাড়িতে করে নিয়ে যায়।”
প্রক্টর তপন কুমার সাহা বলেন, “আমি এ বিষয়ে কিছু শুনিনি, জানি না।”
এ বিষয়ে জানতে উপাচর্য ফারজানা ইসলামকে টেলিফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ঢাকার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কাউকে আটক করার ঘটনা তিনি জানেন না; কেউ অভিযোগও করেনি। তারপরও খোঁজ নেবেন
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪২ ৩৪৮ বার পঠিত