শনিবার, ৬ আগস্ট ২০১৬

জঙ্গিরা ধরা পড়ার পর নিজেদের হত্যা করার আহবান জানায় : আইজিপি

Home Page » আজকের সকল পত্রিকা » জঙ্গিরা ধরা পড়ার পর নিজেদের হত্যা করার আহবান জানায় : আইজিপি
শনিবার, ৬ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজ: 172920i-gp-news_kalerkantho_pic.jpgবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের নিকট ধরা পড়ার পরে জঙ্গিরা নিজেদেরকে হত্যা করার জন্য আহবান জানায় । কারণ তারা বিশ্বাস করে মৃত্যুর পর বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই তারা সরাসরি জান্নাতে (বেহেস্তে) চলে যাবে।আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘প্রেক্ষিত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন: কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। আমার কাগজ পত্রিকা তাদের ১৪ বছর পূর্তিতে এ সেমিনার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, দৈনিক আমার সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক মিয়া রানা, মুফতি মাওলানা কামাল উদ্দীন। সভাপতিত্ব করেন দৈনিক আমার কাগজের সম্পাদকমণ্ডলীর সভাপতি হাজী আলাউদ্দীন।

এ কে এম শহীদুল হক বলেন, তরুণদের এমনভাবে ‘ব্রেইনওয়াশ’ করা হয়েছে যে তারা পুলিশের হাতে ধরা পড়লেও কোন তথ্য দিতে চায় না। পুলিশকে তারা (আটক তরণরা) তাদেরকে হত্যা করার জন্য বলে। কারণ তারা বিশ্বাস করে মৃত্যুর পর বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই তারা সরাসরি জান্নাতে (বেহেস্তে) চলে যাবে।

তিনি বলেন, জঙ্গিরা ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে না। কোন দিন কোরানও পড়েনি। ৪০টা সূরা থেকে একটি করে আয়াত মুখস্ত করে জিহাদ শুরু করে দেয়। অথচ তারা জানতে চায় না এসব আয়াতের শানে নূযুল কি? কোন প্রেক্ষাপটে এসব আয়াত নাজিল হয়েছিল? ব্লগাররা ধর্মের ও জঙ্গিরা মানুষ হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রের ভয়াবহ ক্ষতি করছে। ব্লগারা লেখনির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং জঙ্গিরা মানুষ হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রের ভয়াবহ ক্ষতি করছে।

তিনি বলেন, তরুণদের বহুমুখি বিকাশ হচ্ছে। তবে অতিরিক্ত মুক্ত চিন্তা করে তারা বিপদও ডেকে আনছে। মুক্তচিন্তা করতে গিয়ে ব্লগাররা ইসলামের বিরুদ্ধে এমনভাবে সব কথা বলছে যা মুখে উচ্চারণ করা যায় না। জঙ্গি উত্থান প্রসঙ্গে তিনি বলেন, কারা আইএস সৃষ্টি করেছে? কারা এদের অর্থায়ন করে বা কারা অস্ত্রের চালান দেয় আমরা তা জানি। মুসলমানকে দিয়ে মুসলমান হত্যার মদদদাতা কারা তা সবাই জানে। এখন আবার তারা জঙ্গিদের বিরুদ্ধে কথা বলছে।

জঙ্গিরা খেলাফত ও শরিয়াহ প্রতিষ্ঠা করতে দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘তারা (সন্ত্রাসীরা) বাংলাদেশের সংবিধান বিশ্বাস করে না। তারা মানুষ হত্যা করে ইসলাসী শাসন ব্যবস্থা চালু করতে চায়।’

রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, কয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তুললেই কি জঙ্গিবাদ নির্মূল করা যাবে? জঙ্গিবাদ নির্মূলে দরকার সামাজিক আন্দোলন।

পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের নামছবি প্রকাশ করেছি। ধরিয়ে দিতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণাকরা হয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৭   ৩৬৫ বার পঠিত