বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০১৬
সোহেলে বিপর্যস্ত কুক বাহিনী
Home Page » খেলা » সোহেলে বিপর্যস্ত কুক বাহিনীবঙ্গ-নিউজঃ সেই ২০০৯’র ফেব্রুয়ারিতে সাদা পোশাকে অভিষেক হলেও পাক পেসার সোহেল খান খেলতে পেরেছেন মাত্র দু’টি টেস্ট! অবশ্য এর যথেষ্ট কারণও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে উইকেটশূন্য থাকায় বাদ পড়েন তিনি। এরপর ২০১১তে জিম্বাবুয়ের বিপক্ষে দুই নম্বর টেস্ট খেলতে নেমে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। ফলে আবারো বাদ। তবে থেমে থাকেননি সোহেল খান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম দেখিয়ে আবারো ফিরলেন ইংল্যান্ড সিরিজে। ওয়াহাব রিয়াজের বদলে সিরিজের ত্রিতীয় টেস্টে মাঠে নামার সুযোগও পেয়ে গেলেন। আর দীর্ঘদিন পর ফিরেই আলো ছড়ালেন এই পাক পেসার। এজবাস্টন টেস্টের প্রথম দিনের চা বিরতির পর পর্যন্ত ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। স্বাগতিকদের পতন হওয়া সাত উইকেটের চারটিই তুলে নিয়েছেন সোহেল। এছাড়া বাঁহাতি পেসার রাহাত আলী ২টি এবং লর্ডসের নায়ক ইয়াসির নিয়েছেন ১টি উইকেট। ইংলিশদের পক্ষে গ্যারি ব্যালেন্স করেন সর্বোচ্চ ৭০ রান। এছাড়া দলনায়ক কুক ৪৫ এবং ভিন্স ৩৯ রান করেন। ফিফটি পূরণ করে অপরাজিত আছেন মঈন আলী। আর ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ব্রড।
বাংলাদেশ সময়: ১০:২৭:৩১ ৩৮৭ বার পঠিত