বুধবার, ৩ আগস্ট ২০১৬

বাড়ি থেকে পালিয়ে কোটিপতি

Home Page » ফিচার » বাড়ি থেকে পালিয়ে কোটিপতি
বুধবার, ৩ আগস্ট ২০১৬



বাড়ি থেকে পালিয়ে কোটিপতিবঙ্গ-নিউজঃ  পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে পালিয়ে দিল্লি চলে যান। সেখানে এক বস্তির ঘরে মাটিতে শুয়ে রাত কাটাতে থাকেন। তখন একই ঘরে থাকতো আরও ছয়জন। অনেক শোচনীয় অবস্থা। কিন্তু এটাকে জয় করে তিনি আজ কোটিপতি। বলছিলাম ভারতের অম্বরীশ মিত্রের কথা।
পূর্ব-ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের সাধারণ পরিবারে তার জন্ম। পরীক্ষায় ফেল করে বাবার ভয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। চলে যান দিল্লিতে। সেখানে থাকা অবস্থায় দিনে দুটি কাজ করতেন। খবরের কাগজ বেচা আর রেস্টুরেন্টে বয়গিরি। সেই সুবাদে একদিন দেখলেন পত্রিকায় এক বিজ্ঞাপন। ব্যবসার নতুন আইডিয়া নিয়ে প্রতিযোগিতা। সেখানে লেখা বিজয়ীরা পাবে ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ। তিনি বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। এক পর্যায়ে আইডিয়া খুঁজে পেলেন। সেটা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিলেন।
আইডিয়াটি ছিল- স্বল্প আয়ের নারীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। শেষপর্যন্ত ১৬ বছর বয়সী অম্বরীশ মিত্রের বুদ্ধিই বিজয়ী হল। পুরস্কারের টাকা দিয়েই শুরু হল ব্যবসা। নাম তার ‘উইমেন ইনফোলাইন’। পরিশ্রম আর ইচ্ছা শক্তিতে ব্যবসা সফল। ১২৫ জন কর্মচারীকে চাকরি দিলেন তিনি।
এক সময়ে সেই ব্যবসাটি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে গেলেন লন্ডনে। কিন্তু তখন ব্রিটেনে ব্যবসা দাঁড় করানো সহজ ছিল না। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অম্বরীশ মিত্রের সময় অতিবাহিত হতে লাগলো। এক সময় তার সঙ্গে দেখা হল ওমর তায়েবের। দুজনে মিলে শুরু করলেন নতুন এক মোবাইল ফোন অ্যাপ। যার নাম ব্লিপার। এরপরের ঘটনা ইতিহাস। তাকে আর পিছু হঠতে হয়নি। ব্লিপারের ব্যবসার পরিমাণ এখন দেড়শ’ কোটি ডলারেরও বেশি।
লন্ডন, স্যানফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, দিল্লিসহ ১২টি শহরে ব্লিপারের অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪৪:১৪   ৩১১ বার পঠিত