বুধবার, ৩ আগস্ট ২০১৬
মেসিকে ফেরানোই প্রথম লক্ষ্য : বাউজা
Home Page » খেলা » মেসিকে ফেরানোই প্রথম লক্ষ্য : বাউজাবঙ্গ-নিউজঃ আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পেয়েই নিজের প্রথম লক্ষ্য ঠিক করে ফেলেছেন কোচ এডগার্ডো বাউজা। তারকা ফুটবলার লিওনেল মেসিকে বুঝিয়ে-শুনিয়ে ফিরিয়ে আনার লক্ষের কথা জানিয়েছেন তিনি। সোমবার জেরার্দো মার্টিনোর উত্তরসূরি হিসেবে বাউজার নাম ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
জুনের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০১৪ বিশ্বকাপসহ টানা তিন বছরে তিনটি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট চারটি প্রতিযোগিতার ফাইনালে তুলেও কোনো শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা এই খুদে যাদুকর। বারবার স্বপ্ন ভাঙার হতাশাতেই আচমকা জাতীয় দলে আর না খেলার ঘোষণা দেন মেসি। তবে দলের নেতাকে ফিরিয়ে আনতে আশাবাদী আর্জেন্টিনার নয়া কোচ।
আর্জেন্টিনার একটি দৈনিককে তিনি বলেন, “আশা করি, তার (মেসি) সঙ্গে আলাপ করলে সেটা তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।”
এডগার্ডো বলেন, “মেসির কাছে আমি আমার (কৌশল) পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। মাঠে তার পজিশন নিয়ে আমার তেমন চিন্তা নেই। এমনকি মেসিকে কোনা কিছু নিয়ে বোঝানোরও দরকার নেই, পরিকল্পনা হলো ফুটবল নিয়ে (তার সঙ্গে) কথা বলা।”
এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দল ঘোষণার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না ৫৮ বছর বয়সী এই কোচ। দল গঠন প্রসঙ্গে বাউজা বলেন, “খুব বেশি সময় নেই। আমার প্রথম দলে খুব একটা পরিবর্তন থাকবে না। তবে আমি ৫-৬ জন শীর্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে চাই।”
অবহেলিত কার্লোস তেভেজের জন্যও জাতীয় দলে ফেরার দরজা খুলে দিলেন বাউজা। তেভেজ প্রসঙ্গে তিনি বলেন, “আমি অন্য খেলোয়াড়দের মতোই তেভেজকে নিয়ে ভাবছি… জাতীয় দলের জন্য তেভেজ যথেষ্ট ভালো খেলোয়াড়।”
উল্লেখ্য, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা; এ পর্যন্ত ছয় ম্যাচে খেলে তাদের পয়েন্ট ১১।
বাংলাদেশ সময়: ৯:৩৮:১০ ২৮৫ বার পঠিত