বুধবার, ৩ আগস্ট ২০১৬
রিও অলিম্পিকের মশাল বহন করবেন ড. ইউনূস
Home Page » জাতীয় » রিও অলিম্পিকের মশাল বহন করবেন ড. ইউনূসবঙ্গ-নিউজঃ এবারের অলিম্পিক মশালযাত্রার পরিসমাপ্তি টানবেন বাংলাদেশের একমাত্র নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ইউনূস সেন্টার থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।
এবারের অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ঐতিহাসিক অলিম্পিক মশালযাত্রার চূড়ান্ত পর্বে সেটি বহন করবেন ড. ইউনূস। এরপর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দিবেন তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ ড. ইউনূসকে এই সম্মানে ভূষিত করেছেন। তিনি বলেছেন যে, রিও অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য ড. ইউনূসের মতো ব্যক্তিত্বের অংশগ্রহণ প্রয়োজন।
জানা গেছে, অলিম্পিক কমিটির সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে পৃথিবীরন নতুন কল্পচিত্র নিয়ে ভাষণ দিবেন ড. ইউনূস। এ ছাড়া একদম তৃণমূল পর্যায়ে কিভাবে খেলাধুলাকে বিস্তৃত করা যায় এবং খেলাধুলাকে কিভাবে আরে দৃঢ় সামাজিক মাত্রায় উন্নীত করা যায়, সেটা নিয়ে অলিম্পিক কমিটির সঙ্গে কাজ করবেন ড. ইউনূস।
উল্লেখ্য, ড. ইউনূসই প্রথম বাংলাদেশি হিসেবে এ ধরনের বিরল সম্মানে ভূষিত হচ্ছেন। অলিম্পিক কমিটি মনে করছে, ড. ইউনূসের মশাল বহনের মাধ্যমে এবারের অলিম্পিক আরো বেশি মর্যাদাপূর্ণ আসরে পরিণত হবে।
এবারের অলিম্পিককে মনে করা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অলিম্পিক হিসেবে। কারণ এতে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছে সর্বোচ্চ সংখ্যক দর্শকও। বলা হচ্ছে, টিভি সম্প্রচারের দিক থেকে এবারের অলিম্পিক অন্য যে কোনো সময়কে ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ সময়: ০:৪৯:০০ ২৭৫ বার পঠিত