মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬

৫৭ বছরে সঞ্জয় দত্ত

Home Page » বিনোদন » ৫৭ বছরে সঞ্জয় দত্ত
মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬



৫৭ বছরে সঞ্জয় দত্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত পা রাখলেন ৫৭ বছরে। পিতা-মাতার হাত ধরেই নিতি এসেছিলেন অভিনয় জগতে। শেষ পর্যন্ত পেয়েছেন তুমুল দর্শকপ্রিয়তা। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ছিলেন সমালোচিত এ অভিনেতা। জন্মদিনে নতুন করে শুরু করার কিছুটা আভাস পাওয়া গেল। বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন তার প্রিয় মানুষেরা। আয়োজনের পুরো দেখভাল করেছেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা।
১৯৫৯ সালের ২৯ জুলাই ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহন করেন সঞ্জয়। তাঁর বাবা বিখ্যাত অভিনেতা সুনীল দত্ত ও মা বিখ্যাত অভিনেত্রী নার্গিস দত্ত। ১৯৮১ সালে ‘রকি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সঞ্জয়।
অ্যাকশন হিরো হিসেবে তুমুল জনপ্রিয় হন সঞ্জয়। এ ছাড়া ‘মুন্নাভাই’ চরিত্রে অভিনয় করেও খ্যাতি পান তিনি। এরই মধ্যে সঞ্জয়ের জীবনী নিয়ে ছবি নির্মাণের কাজ শুরু করেছেন তাঁর বন্ধু পরিচালক রাজকুমার হিরানি। এ ছাড়া সুপারহিট তামিল ছবি ‘দে ধাক্কা’র হিন্দি রিমেকে কাজ করবেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করবেন মহেশ মাঞ্জারকার।
সঞ্জয় দত্ত অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো-সাজান (১৯৯১), খলনায়ক (১৯৯৩), বাস্তব (১৯৯৯), মুন্নাভাই এমবিবিএস (২০০৩), লাগে রাহো মুন্নাভাই (২০০৬), অগ্নিপথ (২০১২), পিকে (২০১৪)।

বাংলাদেশ সময়: ৫:৩৮:৪৭   ২৯২ বার পঠিত