রবিবার, ৩১ জুলাই ২০১৬
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে?
Home Page » প্রথমপাতা » তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে?বঙ্গ-নিউজঃ ১৯৬২ সালের কিউবা সংকটের চেয়ে বর্তমান বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আরও কাছাকাছি রয়েছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও রেডিও উপস্থাপক ডন ডিবার ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পরমাণু বোমা মোতায়েন করলে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যায়। ১৩ দিনের সেই সঙ্কট বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দেয়।
জন ডিবার বলেন, বর্তমান বিশ্ব ‘৬২ সালের চেয়েও তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি রয়েছে।
এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনও মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে যেনো আমেরিকার পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ না যায়। কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাাচিত হলে পরমাণু অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
হিলারির সাথে তাল মিলিয়ে জন ডিবারও বলেন, ডোনাল্ড ট্রাম্প অস্থির চিত্তের মানুষ। তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাকে ওভাল অফিসে বসতে দেয়াটা ঠিক হবে না।
ডিবার জানান, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়া ও চীনে অভিযান চালানোর জন্য রাশিয়ার প্রতিবেশী বাল্টিক সাগর অঞ্চলের দেশগুলোতে এবং এইদিকে কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। যা খুবই উস্কানিমূলক।
এছাড়া ৪০ বছর আগে চুক্তির মাধ্যমে নিষিদ্ধ অস্ত্র রুশ সীমান্তে মোতায়েন করা হচ্ছে। তার ওপর চীন ও রাশিয়া সীমান্তে মার্কিন সেনা বাহিনীর সাথে মিত্র দেশগুলোর বিশাল আকারের এবং দীর্ঘমেয়াদি সামরিক মহড়া তৃতীয় বিশ্বযুদ্ধের জোরালো ইঙ্গিত দিচ্ছে বলে জানান ডিবার।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৯ ৩৭৩ বার পঠিত