শনিবার, ৩০ জুলাই ২০১৬
লক্ষ্মীপুর ও কুমিল্লায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
Home Page » আজকের সকল পত্রিকা » লক্ষ্মীপুর ও কুমিল্লায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বঙ্গনিউজ: সুন্নী ওলামা-মাশায়েখ ও ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের
নিরাপত্তা না দেয়ায় বার বার হামলার শিকার হচ্ছে
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম ও কুমিল্লা জেলার ইসলামী ফ্রন্ট অর্থ সম্পাদক মুহাম্মদ তবারক হোসেনের উপর গত ২৮ জুলাই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জমাত-শিবির জঙ্গিবাদী সন্ত্রাসী কর্তৃক পরিকল্পিত বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৯ জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করে করেন মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব নাঈম উল ইসলাম পুতুল। যুবনেতা হাবিবুল মোস্তফা ছিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্ট মহিলা বিষয়ক সচিব মাওলানা জাকের হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সেক্রেটারী মাস্টার আবুল হোসাইন, উত্তর সহ-সভাপতি ফজলুল করিম তালুকদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম শফি, অর্থ সম্পাদক সৈয়দ এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, প্রকাশনা সম্পাদক আবদুল করিম সেলিম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ ক্বারী গোলাম কিবরিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক এনাম, মহানগর উত্তর ছাত্রসেনার সাধারণ সম্পাদক আবদুল কাদের রুবেল, রেজাউল করিম, আবু তৈয়্যব, আহমদ রেযা রুকু পাঠান, আবদুল মাবুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একের পর এক সুন্নী ওলামা-মাশায়েখ ও ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের উপর পরিকল্পিত হামলা হচ্ছে। সরকার তা আমলে নিচ্ছে না। এ দেশ পীর মাশায়েখদের দেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ নয়, এদেশ শতকরা ৮৫ ভাগ সুন্নী মুসলমানদের দেশ। সরকার কেন যে, এখনো উদাসীনতার পরিচয় দিচ্ছে তা বোধগম্য নয়। দেশের সুন্নী ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হলে কোন শক্তি তাদের রুখানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সারা দেশের সুন্নি ওলামা মাশায়েখ ও ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান। বক্তারা বলেন, অনতিবিলম্বে জামাত-শিবির, হেফাজত, সালাফী, ওহাবী জঙ্গি, মতবাদীদেরকে নিষিদ্ধ করার আহ্বান জানান। অন্যতায় জঙ্গিবাদ রোধ করা কখনো সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ২:০০:৪৪ ৪৬১ বার পঠিত